ঢাকা
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:৫০
logo
প্রকাশিত : নভেম্বর ১, ২০২৫

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে বিশেষ সভায় দুই বছর মেয়াদে এই কমিটি গঠিত হয়।
গঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- গোলাম সারোয়ার ছানু (চ্যানেল আই), জাহাঙ্গীর আলম বিশ্বাস ( আরটিভি), আবুল কালাম আজাদ (এটিএন নিউজ), আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), গাজী ওয়াজেদ আলম লাবলু (মাছরাঙা টেলিভিশন), মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি), কাবুল উদ্দিন খান (নিউজ টোয়েন্টিফোর)।
কার্যকরী পরিষদে সভাপতি হয়েছেন বি. এম খোরশেদ (যমুনা টেলিভেশন) ও সাধারন সম্পাদক আশরাফুল আলম লিটন (ডিবিসি)। এছাড়া সহসভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ( চ্যানেল২৪) ও রিপন আনসারী (গাজীটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক- আর. এস মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), সহসাধারণ সম্পাদক-মোঃ ইউসুফ আলী (সময় টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দফতর সম্পাদক আজিজুল হাকিম (মাইটিভি), প্রচার সম্পাদক-অহিদুর রহমান রানা (বাংলা টিভি), র্নিবাহী সদস্য- শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), আকরাম হোসেন (বাংলা ভিশন), রাশেদুর রহমান চৌধুরী (এশিয়ান টিভি), আসাদ জামান (এখন টেলিভিশন) ও সুজন মোল্লা (গ্লোবাল টিভি)।
এর আগে টিআরইউ এর সভাপতি মনিরুল ইসলাম মিহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আহমেদ সাব্বির সোহেল ও কাবুল উদ্দিন খান।
বক্তারা বলেন, পেশাগত স্বার্থ রক্ষায় এই সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মানিকগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেই টিআরইউর মূল লক্ষ্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram