ঢাকা
১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৩
logo
প্রকাশিত : নভেম্বর ১, ২০২৫

আমার স্ত্রী খ্রিস্টান নন, ধর্ম পরিবর্তনেরও কোনো পরিকল্পনা নেই: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষার ধর্ম পরিবর্তনের বিতর্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জেডি ভ্যান্স নিজে। তা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে তিনি বলেছেন, তার স্ত্রী খ্রিস্টান নন এবং ধর্ম পরিবর্তনেরও কোনো ইচ্ছা নেই। এক্সে এক পোস্টে ক্ষোভ জানিয়ে ভ্যান্স এই বিতর্ককে ‘ঘৃণ্য’ বলে আখ্যা দেন। জানান, যদিও তার আন্তঃধর্মীয় বিবাহ নিয়ে প্রশ্নটি ছিল ব্যক্তিগত, তিনি একজন জন প্রতিনিধি হিসেবে তা এড়িয়ে যেতে চাননি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, এর আগে তিনি বলেছিলে তার স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত। হিন্দু পরিবারে বেড়ে ওঠা। তিনি যদি একদিন খ্রিস্টধর্মে দীক্ষিত হন, তা তিনি পছন্দ করবেন। তিনি আরও বলেন, তার স্ত্রী তার সঙ্গে এবং তাদের সন্তানদের নিয়ে গির্জায় যান। কারণ তাদের সন্তানদের খ্রিস্টান হিসেবে বড় করা হচ্ছে। এক্সে এক পোস্টে একজন লিখেছেন, মাত্র কিছু মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য প্রকাশ্যে নিজের স্ত্রীর ধর্মকে ছোট করা অদ্ভুত। এই মন্তব্যের জবাবে ভ্যান্স তার পোস্টে তিনটি পয়েন্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি লিখেছেন, কী ঘৃণ্য মন্তব্য! এবং এটিই এমন একমাত্র নয়। প্রথমত, প্রশ্নটি এসেছে আমার ‘বামদিকের’ কারো কাছ থেকে, আমার আন্তঃধর্মীয় বিবাহ নিয়ে। আমি একজন জনসাধারণের প্রতিনিধি, তাই মানুষ কৌতূহলী হবে, এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাইনি।

দ্বিতীয় অংশে ভ্যান্স বলেন, খ্রিস্টধর্মের মাধ্যমেই তিনি বুঝেছেন যে ‘গসপেল’ মানুষের জন্য কল্যাণকর। তিনি উল্লেখ করেন, বহু বছর আগে তার স্ত্রীই তাকে আবার নিজের বিশ্বাসের পথে ফিরে যেতে উৎসাহ দিয়েছিলেন। তিনি লিখেছেন, সে খ্রিস্টান নয়, এবং ধর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনাও নেই। কিন্তু আন্তঃধর্মীয় বিবাহে থাকা অনেক মানুষের মতো, আমি আশা করি একদিন সে বিষয়গুলো আমার মতো করেই দেখবে। ভ্যান্স আরও লেখেন, এই ধরনের পোস্টগুলো ‘খ্রিস্টান-বিরোধী পক্ষপাতিত্বে ভরা’। হ্যাঁ, খ্রিস্টানদের বিশ্বাস আছে। এবং হ্যাঁ, সেই বিশ্বাসের কিছু ফল আছে, যার একটি হলো আমরা অন্যদের সঙ্গে সেই বিশ্বাস শেয়ার করতে চাই। এটি সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। যারা বিপরীত বলছে, তাদের নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য আছে।

উল্লেখ্য, বুধবার মিসিসিপির একটি টার্নিং পয়েন্ট ইউএসএ ইভেন্টে ভ্যান্স বলেন, প্রায় প্রতি রবিবারই উষা আমার সঙ্গে গির্জায় আসে। আমি যেমন তাকে বলেছি, যেমন প্রকাশ্যেও বলেছি, তেমনই এখন এখানে আমার দশ হাজার ‘সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের’ সামনে বলছি- আমি কি আশা করি একদিন সে গির্জায় আমার মতো একইভাবে অনুপ্রাণিত হবে? হ্যাঁ, সত্যিই আমি তা চাই, কারণ আমি খ্রিস্টান গসপেলে বিশ্বাস করি এবং আশা করি একদিন আমার স্ত্রীও সেটি একইভাবে দেখবে। তিনি আরও যোগ করেন, কিন্তু যদি সে তা না-ও করে, তবে তাতেও কোনো সমস্যা নেই। ঈশ্বর বলেছেন, প্রত্যেকেরই স্বাধীন ইচ্ছা আছে। তাই এটা কোনো বিরোধের কারণ নয়- বরং এটা বন্ধু, পরিবার ও প্রিয়জনের সঙ্গে মেলবন্ধনের একটি বিষয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram