ঢাকা
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:৪৭
logo
প্রকাশিত : নভেম্বর ১, ২০২৫

মালয়েশিয়ায় জন্মদিন পালন শেষে দেশে ফিরে যা বললেন পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনির এ মুহূর্তে সিনেমা থেকে অনেকটা দূরে আছেন। তবে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি সরব রয়েছে। সামাজিক মাধ্যমে তার ভালোলাগা-মন্দলাগা সব তিনি তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিন গেছে গত ২৪ অক্টোবর। সেই উপলক্ষ্যে পরীমনি দেশের বাইরে জন্মদিন পালন শেষে দেশে ফিরেছেন।

পরীমনির এ উৎসব শুরু হয়েছিল তার জন্মদিনের আরও চার দিন আগে। সেই সময় পরীমনি বলেছিলেন দেশের বাইরে জন্মদিন পালনের কথা। যেই কথা সেই কাজ— দীর্ঘ প্রায় দুই সপ্তাহ দেশের বাইরে থাকার পর সামাজিক মাধ্যমে অভিনেত্রীর দেওয়া এক পোস্ট থেকেই তা স্পষ্ট হয়েছে।

পরীমনির জন্মদিনের চার দিন আগেই শুরু হয় জন্মদিনের উন্মাদনা। সেদিন তার টিমের সহকর্মী ও মেকআপ আর্টিস্ট অর্ক তাকে চমকে দিতে অগ্রিম কেক কাটেন, যা অভিনেত্রী ফেসবুকে তার ভক্ত-অনুরাগীদের জানিয়ে দেন।। এরপরই তিনি দেশের বাইরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। সেখানে বিশেষভাবেই জন্মদিন পালন করেন অভিনেত্রী।

জন্মদিন পালনের উদ্দেশে ১০ দিনের সফরে গত ২৩ অক্টোবর মালয়েশিয়া যান পরীমনি। সেই কয়েক দিনের মুহূর্ত কেমন কেটেছে, এবার তা সামাজিক মাধ্যমে শেয়ার করে নিলেন অভিনেত্রী। শনিবার (১ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে পরীমনি তার ১০ দিনের ভ্রমণের বর্ণনা দেন।

দেশের বাইরে এভাবে দীর্ঘ ১০ দিনের জন্য সেলিব্রেশনের প্ল্যান এটিই প্রথম। এই বিশেষ সফরে তার সঙ্গে ছিলেন সাতজন। এর মধ্যে তার ছেলে, ছেলের ন্যানি মোবারক, ম্যানেজার ভাই তুরান, একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম এবং তিনি নিজে।

সামাজিক মাধ্যমে সেই সফরের অভিজ্ঞতা জানিয়ে একটি স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, আজ আমাদের বাড়ি ফেরা হলো। ১০ দিনের জন্য দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট সাতজন ছিলাম।

তিনি বলেন, যাওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সবাই কত ছবি-ভিডিও করলাম সারা পথ। ১০ দিন একসঙ্গে কত রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো আমাদের।

অভিনেত্রী বলেন, নতুনভাবে চিনতে পারলাম নিজেদের। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতিও হলো আমাদের সবার জীবনে।

পরীমনি বলেন, আজকে থেকে একটু একটু করে সবার সঙ্গে ছবি-ভিডিও শেয়ার করব। সামাজিক মাধ্যমে পোস্ট দিতে পারিনি। কারণ আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিমকার্ডও কিনিনি! এর মধ্যে ছবি বা ভিডিও যা ক্যাপচার করা হয়েছে তার সব অবদান শাওনের।

শেষে সবাইকে ট্যাগ দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, সবাইকে ধন্যবাদ। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সবাইকে।

উল্লেখ্য, অভিনেত্রী পরীমনি মালয়েশিয়ার লংকি আইল্যান্ডে সহকর্মীদের সঙ্গে নিয়ে জন্মদিনের (২৪ অক্টোবর) কেক কাটেন। সেদিন অভিনেত্রী সামাজিক মাধ্যম ফেসবুকে নিজেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি লিখেছিলেন—এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram