পাকিস্তানের ভিতরে অপারেশন সিন্দুর সফলভাবে পরিচালনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশে এক লাইনের কড়া বার্তা দিয়েছেন। তাতে তিনি লিখেছেন- বিশ্বকে সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।
কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল যে নৃশংস হামলায় ২৫ জন পর্যটক ও এক ঘোড়াচালক নিহত হন, তার জবাবে মঙ্গলবার মধ্যরাতের পর ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী মিলে একটি সমন্বিত প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করে। ‘অপারেশন সিঁন্দুর’ নামে চালানো এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের নয়টি কথিত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয় বলে দাবি ভারতের। এই ঘাঁটিগুলোতে লস্কর-ই-তৈয়বা, হিজবুল মুজাহিদিন এবং জইশ-ই-মোহাম্মদ-এর মত চিহ্নিত জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম চলছিল বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জয়শঙ্কর ইতিমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর —যেমন আলজেরিয়া, গ্রিস, সিয়েরা লিওন, গায়ানা, পানামা, স্লোভেনিয়া ও সোমালিয়ার— পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পেহেলগাম হামলার বিচার নিশ্চিত করার ভারতের সংকল্পের কথা জানিয়েছেন।