ঢাকা
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:৪২
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৫, ২০২৫

অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৯৩তম জন্মবার্ষিকী আজ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদের ৯৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৩ সালের এ দিনে (১৫ ডিসেম্বর) অবিভক্ত বাংলার মালদহে জন্ম নেন গুণী এই অধ্যাপক। দেশ ভাগের পর চাঁপাইনবাবগঞ্জে চলে আসেন বুদ্ধিজীবী ড. এমাজউদ্দীনের পরিবার।

অধ্যাপক এমাজউদ্দীন আহমদ কর্মজীবনে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেন। শুরুতে বিভিন্ন কলেজে শিক্ষকতার পর ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সিনিয়র লেকচারার হিসাবে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হাজী মোহাম্মদ মুহসীন হলের প্রভোস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন। শিক্ষা ক্ষেত্রে অবদান এবং সৃজনশীল লেখার জন্য তিনি একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। ২০২০ সালের ১৭ জুলাই তিনি ইন্তেকাল করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram