

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত সাংবাদিক এবিএম ছিদ্দিক আহমদের পরিবারের বসতভিটা দখলের উদ্দেশ্যে সশস্ত্র হামলা ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। দফায় দফায় এ হামলায় সাংবাদিকের দুই কন্যা আহত হয়েছেন। তাঁদের একজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ও দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বৃন্দাবনখিল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ফলজ গাছ কেটে নেয় এবং বাধা দিলে নারী সদস্যদের ওপর নৃশংসভাবে হামলা চালায় বলে অভিযোগ করেছে পরিবার।
আহত দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবার বলছে, এটি পূর্বপরিকল্পিত ভূমিদখল চেষ্টার অংশ।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

