

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।
বুধবার (১৭ ডিসেম্বর, ২০২৫) বিকেল ৩টা ৫০ মিনিটে কুলিয়ারচর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকারের কাছ থেকে মোঃ শরীফুল আলম এর পক্ষে উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুন্নবী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম ও ১নং সদস্য সাইয়ূম সিদ্দিকী।

