

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, শুধু সার্টিফিকেট অর্জন নয়, মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা। নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ করা হয় এবং স্কুলের বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

