মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে খাবারে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহর ও ঘোড়াঘাট রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন। অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহান উদ্দিন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেনসহ বিরামপুর থানার পুলিশ সদস্যরা।
অভিযানে ঘোড়াঘাট রেলগেটের পাবনা হোটেলে এন্ড রেস্টুরেন্টে রঙ তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল মাংসে মেশানো এবং মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পার্শ্ববর্তী দোকান সুমি কসমেটিক্স থেকে ভারতীয় পণ্য, নেশাজাতীয় ট্যাবলেট ও মদক পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পৌর শহরের আনন্দ হোটেলে খাবারের মূল্য তালিকা না রাখা ও খাবার ঢেকে না রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে আরএফসি চাইনিজ রেস্টুরেন্টে অনৈতিক কার্যক্রম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ মেলায় মালিক আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ক্ষুব্ধ ক্রেতারা অভিযোগ করে বলেন, আমরা টাকা দিয়ে খাবার কিনতে এসে বিষ খাচ্ছি।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, আমরা একা গেলে অনেক সময় এসব অনিয়ম ধরা পড়ে না, কিন্তু আজ প্রশাসনের সহায়তায় হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো অনিয়ম ধরা পড়লে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি আরএফসি রেস্টুরেন্টের ভেতরের বেআইনি ঘেরা এক সপ্তাহের মধ্যে সরানোরও নির্দেশ দেন তিনি।