শরীয়তপুর প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের উপর ডিম নিক্ষেপের ঘটনায় আলোচনায় আসা যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসানের গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাহিদ হাসানের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে।
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, “এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সফরসঙ্গীদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে। ওই ঘটনায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান।