মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা এ দেশে কেউ সংখ্যালঘু নই, সংখ্যাগরিষ্ঠও নই। আমরা সবাই সমান মর্যাদার নাগরিক—এই মতবাদেই বিএনপি বিশ্বাসী। আমরা সবসময় আপনাদের পাশে আছি, থাকবো এবং দেশের যেখানেই থাকি না কেন আপনাদের প্রয়োজনে পাশে দাঁড়াবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান গুর্কি, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী শিশির কুমার সরকার, রতন কুমারসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ন কবির। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেজাউল করিম রেজু।
শুভেচ্ছা বিনিময় শেষে বিরামপুর পৌরসভা ও উপজেলার ৪১টি পূজামণ্ডপে প্রতিটি কমিটির হাতে শুভেচ্ছা হিসেবে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় বিএনপির জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।