ঢাকা
৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৬
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৫

ধোবাউড়ায় একক সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন

আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একক সংসদীয় আসনের দাবিতে রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, ছাত্র, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দীর্ঘদিন ধরে ধোবাউড়াবাসীর স্বপ্ন—নিজস্ব সংসদীয় আসন। কিন্তু প্রায় ৪০ বছর ধরে এ উপজেলার মানুষকে পার্শ্ববর্তী উপজেলার সঙ্গে মিশিয়ে রাখা হয়েছে। কখনো অন্য জেলার পুর্বধলা, আবার কখনো একই জেলার হালুয়াঘাটের সঙ্গে মিলিয়ে আসন গঠন করা হয়েছে। এতে ধোবাউড়াবাসী বঞ্চিত হয়েছে-
১. অবকাঠামোগত উন্নয়ন থেকে
২. সংসদে সরাসরি প্রতিনিধিত্ব থেকে
৩. মানসম্মত শিক্ষা ও উচ্চ স্বাক্ষরতার হার থেকে
৪. ভাষা ও জাতিগত বৈচিত্র্যের স্বীকৃতি থেকে
৫. দুর্যোগপ্রবণ ভৌগোলিক এলাকার উন্নয়ন থেকে
৬. মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে
৭. ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ থেকে

উপজেলার এই বঞ্চনার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমদ উল্লাহ আল-মামুন গত ২০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার বরাবর ধোবাউড়াকে একক সংসদীয় আসন ঘোষণার প্রস্তাব দিয়ে আবেদনপত্র দাখিল করেন।

২৫২ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলার ইউনিয়ন ৭টি এবং ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ৮৯ হাজার। ১৯৮৩ সালে জিক্কোয়া থেকে ধোবাউড়া উপজেলা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত পার্শ্ববর্তী উপজেলা মিলিয়ে আসন পরিচালিত হচ্ছে। ভারতের মেঘালয় সীমান্তবর্তী এই উপজেলা অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে পিছিয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ—পার্শ্ববর্তী আসনের সংসদ সদস্যরা ধোবাউড়াকে শুধু ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেন, উন্নয়নে তেমন নজর দেন না।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা সদর বাজারে লিফলেট বিতরণ করে একক সংসদীয় আসনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram