গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নদীর স্রোতে ভেসে যাওয়া তৃতীয় শ্রেণির ছাত্র রুহানের (১০) লাশ রবিবার সকালে উদ্ধার করেছে এলাকাবাসী। রুহান উপজেলার পিপলা গ্রামের গকুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার পিপলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ব্রীজের পাশে কাটাগাং নদীতে বন্ধুদের সাথে গোসল ও খেলা করছিলো রুহান। বন্ধুদের অগোচরে নিখোঁজ হয় সে। তাকে উদ্ধারে ব্যর্থ হয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে আনা হয়। নদীতে কচুরীপানা ও স্রোতের কারণে তারা লাশ উদ্ধারে ব্যর্থ হন। পরদিন রবিবার সকালে শিশুটির লাশ নদী থেকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।