পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে সিনজু বালা নামের (৫৪) এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই হাটপাড়ার টাঙ্গন নদী রাজভিটা ঘাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
সিনজু বালা দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মোবারকপুর পূর্ব পাড়ার মৃত মজেনন্দের স্ত্রী।
স্থানীয়রা জানায়, টাঙ্গন নদীর রাজভিটা ঘাট এলাকায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পাই। পরে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থল এসে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত সিনজু বালার ছেলে সমুন জানায়, আমার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে গত শুক্রবার বাড়ী থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি পরেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে আমরা জানতে পারি টাঙ্গন নদীতে আমার মায়ে লাশ ভেসে আছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গন নদীর হাটপাড়া রাজভিটা ঘাট থেকে একজন মহিলা লাশ উদ্ধার করেছি। শুনেছি ওই মহিলা মানসিক ভারসাম্য অবস্থায় ছিল। কীভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।