শহিদ জয়, যশোর: যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে সেলিম রেজা ডাবলু নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাতটার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যায় জড়িতদের সনাক্ত ও আটকে কাজ করছে তারা।
নিহত সেলিম রেজা ডাবলু যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে।
নিহতের ভাই শাহীনসহ স্বজনরা জানান, সেলিম রেজা ডাবলু প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত শহরে ইজিবাইক চালাতেন। প্রতিদিনের মত শনিবার রাতেও বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। আজ সকালে চুড়ামনকাটি ব্র্যাক অফিসের অদূরে মহাসড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সেলিমের কাছে থাকা মোবাইল দিয়ে ফোন করে তার মৃত্যুর খবর জানায় পুলিশ। এরপর তারা গিয়ে লাশ সনাক্ত করেন।
তারা আরো জানান, সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের দাবি এটা ছিনতাই নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে জড়িতদের দ্রুত আটক ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেছেন, হত্যাকারীরা সেলিমের ইজিবাইক নিয়ে গেলেও মোবাইল ফোনটি রেখে গেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ হত্যায় জড়িতদের সনাক্ত ও আটকে কাজ করছে। এবং নিহতের লাশ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।