মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আগামী দিনে শিক্ষাথীরা নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সুশিক্ষা ও আদর্শ শিক্ষার বিকল্প নেই।
শুক্রবার বিকালে নোয়াখালীর সোনাইমুড়ি মধ্য মানিক্যনগর মদিনাতুল নূরানী মাদরাসা বহুতলা ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন কালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৫ বছর শিক্ষার্থীরা আওয়ামীলীগ দ্বারায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দ্বারা থেকে বের হয়ে আগামী দিনে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে বলে জানান। তিনি আরো বলেন, ত্যাগ করতে হবে, জনসভা করতে হবে, দুর্নীতিমুক্ত জীবন করতে হবে, মানুষের সেবা করতে হবে।
অনুষ্ঠানে মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারু হক কামাল, যুগ্ম আহবায়ক এডভোকেট মাহমুদ হাসান সাকিল, যুগ্ম আহবায়ক মাসুদ আলম, দেলোয়ার হোসেন পিন্টু, জহিরুল ইসলাম বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম মুন্সি, মেসবাহ উদ্দিন মুন্না, আবদুুল করিম মামুন, সাদ্দাম হোসেনসহ অনেকেই।