একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে এলাকায় পাহারা বসিয়ে ইয়াবা ব্যবসায়ী নুর উদ্দিন (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) দুপুরে ইয়াবা ব্যবসায়ী নুর উদ্দিন (২৫) কে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের অত্র গ্রামে ভুট্টা ক্ষেতে যুব সমাজের সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরার জন্য পাহারা বসায়। এ সময় মাদক ব্যবসায়ী নুর উদ্দিন (২৫) কে ৩৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক নুর উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, আটকদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।