মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: আমেরিকা থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন। শুক্রবার (২৩ মে) ভোর ৫ টায় আমেরিকা থেকে সস্ত্রীক ফেরার পথে মিরসরাই থানায় করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি ভাংচুর মামলা, মিরসরাই উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর মামলাসহ ৫টি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার গিয়াস মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
গিয়াস উদ্দিনের স্ত্রী সৈয়দা তাহমিনা গিয়াস বলেন, ‘দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমানবন্দরে নামার পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে মিরসরাই থানায় খবর দেয়।’
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মিরসরাই থানায় ৫টি মামলা রয়েছে। তাকে আমরা বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ থেকে বুঝে নিয়ে এসে চট্টগ্রামে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করবো। ইতোমধ্যে মিরসরাই থানা পুলিশের একটি টিম তাকে আনার জন্য বিমানবন্দরে পৌঁছেছেন।’
প্রসঙ্গত, ২০২৪ সালে অনুষ্ঠিত ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করেন গিয়াস উদ্দিন। নির্বাচনে গিয়াস সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুব উর রহমান রুহেলের কাছে হেরে যান। তিনি গত বছরের ১৬ জুলাই সস্ত্রীক আমেরিকা যান। দীর্ঘ ১০ মাস পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন তিনি।