ছাত্র-জনতার অভ্যুত্থানে ( ১৯ জুলাই ২০২৪ তারিখে) ঢাকার রুপনগরে পুলিশের গুলিতে শহিদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শুক্রবার (২৩ মে) খুলনায় জুলাই বিপ্লবে শহিদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান ব্রি. জে. মোহাম্মদ জাহাংগীর হোসেন পিএসসিকে সাথে নিয়ে উপদেষ্টা শহিদ শেখ মো: সাকিব রায়হানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।