রাজবাড়ী প্রতিনিধি: ঈদে নতুন প্যন্ট পড়া হল না বেদে পল্লীর শিশু তাফসিরুলের। তার আগেই রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের যন্ত্র দানব ট্রাক তার সব সাধ আশা মাটিতে মিশিয়ে দিল।
রাজবাড়ীর আলাদীপির হাইওয়ে থানার ওসি শামীম আহমেদ জানান, রাজবাড়ীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী তাফসিরুল ইসলাম (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে রাজবাড়ী পাসপোর্ট অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত তাফসিরুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ফরিয়াগ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। সে আলাদিপুর বেদে পল্লীর বাসিন্দা ছিল।
নিহত ওই কিশোরের চাচা মো. জাকিরুল ইসলাম বলেন, আমরা বেদে সম্প্রদায়ের মানুষ বেশ কিছুদিন হলো রাজবাড়ীর আলাদিপুর এলাকায় এসেছি।
আমরা বিভিন্ন এলাকায় গিয়ে সাপ খেলা দেখিয়ে টাকা উপার্জন করি। আমার ভাতিজা তাফসিরুল ঈদের জন্য একটি প্যান্ট কিনেছিল। সেটা একটু বড় হওয়ায় ইফতারের পর সাইকেল চালিয়ে আলাদিপুর বাজারে দর্জির দোকানে গিয়েছিল ঠিক করতে। ফেরার পথে পেছন থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।