এস আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে পাথর মিক্সার ডিপো সরিয়ে নেওয়ার দাবিতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্থরা বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মধুপুর এলাকায় তারা মানববন্ধন ও রাস্তা অবরোধ করে।
বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সেসময় সড়কের দু’ধারে প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানযটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হয় যাত্রীরা। পরে বেলা ১২ টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌছে ডিপো অপসারণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
বিক্ষুব্ধরা বাসিন্দারা জানান, মধুপুর চৌরাস্তার মোড়ে মিজানুর রহমান মাসুম নামের একজন ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরী করেন। যা থেকে প্রচন্ড কালো ধোয়া বের হয়। এ কারণে এলাকার শতাধিক বিঘা জমির কৃষি আবাদ করা যাচ্ছে না। রান্না করা খাবারের মধ্যে কালো ধোয়ার ময়লা আবর্জনা গিয়ে খাবার নষ্ট হয়ে যায়। মানুষ হাপানি এ্যাজমাসহ নানান ধরণের রোগে আক্রান্ত হচ্ছে। অসংখ্য মানুষের চোঁখের সমস্যা হয়েছে। এ সময়ের মধ্যে শিশুসহ এ্যাজমা হাপানিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এলকাবাসী ঠিকাদারের কাছে অনেকবার বলার পরও ব্যবস্থা নেয়নি। প্রশাসনের কাছে বলেও কোন ফল হয়নি। ফলে উপায় উপান্তর না পেয়ে এলাকার সহস্রাধিক মানুষ একত্রিত হয়ে সড়কের উপর পিচের ড্রাম দিয়ে সড়ক অবরোধ করেন। এসময় মহিলাদের ঝাটা মিছিল করতেও দেখা যায়।
ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মধুপুর চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হই। বিক্ষোভকারীদের দাবির মুখে তিনি প্রাথমিকভাবে মিক্সার ডিপোর কাজটি বন্ধ রাখার নির্দেশ দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।