

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদলের কর্মী কাওসার খান (২৫) কে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের এক নেতা। রবিবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামের কাওসার খানের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে। সে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর এলাকার করিম খানের ছেলে কাওসার খান মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী এবং হারম্যান মেইনার কলেজের কনজ্যুমার ইলেকট্রনিক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে রাব্বি একই গ্রামের মোঃ মোস্তফা হাওলাদার এর পুত্র এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সুবিদখালী সরকারি কলেজ শাখার সভাপতি প্রার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে নয়টার দিকে ছাত্রদল নেতা কাওসার নিজ ঘরে ইলেকট্রনিকের কাজ করছিল। এ সময় রাব্বি হাওলাদার দেশীয় অস্ত্র রামদা দিয়ে অতর্কিতভাবে কাউসারের মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে।
কাওসারের বাবা করিম খান বলেন, আমার ছেলের কোন দোষ নেই। ছাত্রদল করায় আমার ছেলেকে কুপিয়ে আহত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আবুল বাসার মোখলেছ জানান, কাওসার আমাদের ছাত্রদলের সক্রিয় কর্মী। ছাত্রলীগের নেতারা কিভাবে এখনো রামদা-চাপাতি নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করে এটা বোধগম্য নয়। প্রশাসনের নিকট আমরা দ্রুত এর বিচার চাই। এ ব্যাপারে রাব্বির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

