হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২ মার্চ) সকালে র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার আব্দুল ছালেক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা নির্বাচন অফিসার মনিরুল হক, জামাত নেতা আইয়ুব হোসেন খান, জাকির হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু, কলেজ শিক্ষক বিপ্লব সহ আরোও অনেকে।
বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও জেলা নির্বাচন অফিসার আব্দুল ছালেক বিগত ফ্যাসিস্ট সরকারের ভোট ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা করে বক্তব্য দেন।