ঢাকা
২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:০২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৫

যশোরের সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের নানা পদক্ষেপ

শহিদ জয়, যশোর: যশোর শহরে যানজট ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে যশোর ট্রাফিক বিভাগ। জেলা ট্রাফিক পুলিশ নানা পদক্ষেপ গ্রহণের জন্য মাঠে নেমেছে।একই সাথে শহর ও শহরতলীর গুরুত্বপূর্ণ প্রায় ২১টি সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন করছে ট্রাফিক পুলিশ। এসময় শহরের ভিতরে চলা অবৈধ ইজিবাইক, রিকশা, আইন অমান্যকারী মোটরসাইকেল চালকসহ বিভিন্ন ভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন ও প্রয়োজন হলে রেকার ব্যবহার করে অবৈধ গাড়ি জব্দ করতে অভিযান চালানো হচ্ছে।

যশোর পৌরসভা লাইসেন্স এর বাইরে অনেক রিকশা ও ইজিবাইক শহরতলী থেকে শহরে এসে যানজট সৃষ্টি করছে। অদক্ষ চালকদের খামখেয়ালিপনার কারণে প্রায় প্রতিনিয়তই শহরের কিছু কিছু জায়গায় যানজট সৃষ্টি করছে। ট্রাফিক পুলিশ এসব যানজট মুক্ত করতে প্রায় হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় যশোর ট্রাফিক পুলিশ বিভাগ যানজট নিরসন ও চলাচলকারী ইজিবাইক রিকশা ও মোটরসাইকেল আরোহীদের সচেতনতা করতে মাঠে নেমেছে। একই সাথে পুলিশ অবৈধ যানবাহন আটক অভিযান পরিচালনা করছে যশোর ট্রাফিক বিভাগ।

ট্রাফিক অফিস সূত্রে জানা যায়, শহরকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশ রমজান মাস ও ঈদকে সামনে রেখে মাসব্যাপী যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ ইজিবাইক ও রিকশা আটক ও বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। সরেজমিন ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোরে ইজিবাইক ও অটোরিকশা চলাচল করে তাদের চালকদের আইন কানুন সম্পর্কে তাদের কোন ধারনা নেই অথচ তারা দিনের পর দিন রাস্তায় বেপরোয়া ভাবে চলাচল করছে।

এ বিষয়ে যশোর ট্রাফিক পুলিশের টিআই মাফুজুর রহমান বলেন, যশোরে অবৈধ যানবাহন ও আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে আবারো অভিযান পরিচালনা করতে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। তবে রমজান মাসে যানজটে জনদুর্ভোগ যাতে না বাড়ে তার জন্য ট্রাফিক পুলিশ সব সময়ই মাঠে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ২-১ দিনের মধ্যে পুলিশ আরো কঠোর থেকে কঠোর ভূমিকা পালন করবে যানজট নিরসনের জন্য। তিনি যশোর শহরবাসীকে এজন্য ট্রাফিক পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram