গোপালগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সরকারি বঙ্গবন্ধু কলেজের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। পরে মিছিলটি স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে সাধারণ শিক্ষার্থী আলহাজ মোল্যা, ইসমাইল মোল্যা, ইমরান আলী ইভান, আরাফাত, হাসনা হেনা খানম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর থেকে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিন খুন, ধর্ষণ, ছিনতাই হচ্ছে। এসব বন্ধে কোন ব্যবস্থা না নেয়ায় নারীরা বাইরে বের হতে পারছে না। দ্রুত আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক না হলে লাগাতার আন্দোলনের হুশীয়ারীও দেন বক্তারা।