মামুন মোল্লা, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় ডাকাতির কবলে পড়া এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে লুন্ঠিত মালামাল ও নগদ টাকা উদ্ধার সহ চার ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দর্শনা থানাধীন হরিশচন্দ্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে সাব্বির সাগর (২৪) ও তার স্ত্রী সাফিয়া খাতুন শশুর বাড়ি হতে মোটরসাইকেলযোগে বাড়িতে যাবার পথিমধ্যে দর্শনা থানাধীন হরিশচন্দ্রপুর গ্রামস্থ হরিশচন্দ্রপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় সংলগ্ন কালভার্টের উপর পৌছালে ডাকাতির কবলে পড়েন। এসময় ৪ জন দুষ্কৃতিকারী ডাকাত সদস্য তাদের গতিরোধ করে হাতে থাকা রামদা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দের ভরি স্বর্ণালঙ্কার জোরপূর্বক ছিনিয়ে নেয়। এবং ভুক্তভোগী সাগরের কাছ থাকা নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে রামদা দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি দর্শনা থানায় একটি মামলা দায়ের হলে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানা ও জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা এর যৌথ অভিযানে গত রাত সাড়ে ১২ টায় লুন্ঠনকৃত মালামাল ও তাদেরকে আটক করতে সমর্থ হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা হলো দর্শনা হরিশচন্দ্রপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে মওলা বকস (৫৪), দামুড়হুদা ওসমানপুর বেদেপোতা গ্রামের মৃত রমজান আলীর ছেলে সালাম (৩৫), দর্শনার সড়াবাড়ীয়ার মৃত মজিবর শাহের ছেলে শাহাবুদ্দিন ওরফে বদ্দি (৪২) এবং দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আসকার আলী (৪৬)।
এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার ও ছিনতাই করা নগদ ২৫ হাজার টাকা এবং দস্যুতার কাজে ব্যবহৃত দুটি রামদা ও মোটরসাইকেলসহ উদ্ধার করে পুলিশ।