গোপালগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১৯ বছর পর আওয়ামীলীগ অধ্যুষিত গোপালগঞ্জে অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত বিএনপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় স্থানীয় পৌরপার্কে কেন্দ্র ঘোষিত বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন আওয়ামী লীগ প্রধান ও তার নেতা-কর্মীদের সাথে জনগণের কোন সম্পর্ক গড়ে না ওঠায় শেখ হাসিনা ও তার সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছে উল্লেখ করে বলেন, রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে স্বৈরাচারী হতে হয়, তাকে জুলুমবাজ হতে হয়, তখন তাকে খুন, গুমের আশ্রয় নিতে হয়। এটি হলো ফ্যাসিবাদ।
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে ডেভিল হান্ট কর্মসূচি শুরু করেছেন। কিন্তু, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসংখ্য ডেভিল রয়েছে। তিনি এই গোপালগঞ্জ থেকে ডেভিল হান্ট কর্মসূচি শুরু করার আহবান জানান।
জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই সরফুজ্জামান জাহাঙ্গীর, এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে জেলার ৫ উপজেলা থেকে হাজার হাজার লোক সমাবেশে অংশ নেন।
বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ে গোপালগঞ্জের এ সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।