সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপির দুর্দিনে আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। শেখ হাসিনার সরকারের আমলে আমি ১৩৮টি মামলা খেয়েছি, বার বার রক্ত ঝড়িয়েছি।
তিনি আরোও বলেন, আমি আমার শেষ রক্তবৃন্দ দিয়েও ফরিদপুর-৪ এর জনগণের পাশে থাকব এবং আপনাদের সুখ দুঃখের একজন সাথী হতে চাই। এছাড়াও তিনি বলেছেন, আমি কাউকে ভয় করি না এবং ছাত্র জীবন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সিদ্ধান্তে এ আসনে নির্বাচন করতে আসছি। আমি সব সময় তারেক রহমানে সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছি।
আজ শনিবার বিকালে চর বিষ্ণপুর ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে জয় বাংলা এলাকায় আয়োজিত কৃষক সমাবেশে সদরপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাংগা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুত জামান বদু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম করির প্রমুখ।