গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজে বিভিন্ন অবকাঠামো নামকরণের মাধ্যমে স্ব স্ব কলেজে শহীদদের স্মৃতি ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
শনিবার রাজধানীর উপকন্ঠে অবস্থিত দনিয়া কলেজ আয়োজিত নবীন বরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
উপাচার্য বলেন,“দ্বিতীয় স্বাধীনতা আনতে যারা নিজের জীবন উৎসর্গ করেছে তাদের স্মৃতি ধরে রাখতে সবরকমের একাডেমিক এবং প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যেই শহীদদের স্মৃতি মুছে ফেলার এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন ধরনের আধিপত্যবাদ থেকে বের হওয়ার যে সুযোগ আমাদের ছেলেমেয়েরা করে দিয়েছে, তা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যোগ নিতে হবে।” এক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটলে দেশ আবারও খাদের কিনারায় চলে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
উপাচার্য আরও বলেন, “ইতোমধ্যেই সিলেবাস সংস্কার, ট্রেডকোর্সের পরিকল্পনা বাস্তবায়ন এবং শিক্ষকদের কলেজ ক্যাম্পাসে রাজনীতি না করা সহ বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।”
এসময় জুলাই বিপ্লবে নিহত ডেমরা কলেজের শিক্ষার্থী শহীদ সাকিব এবং শহীদ রোহানের পরিবারের মাঝে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর করেন তিনি। শহীদ সাকিবের বড় ভাইয়ের হাতে কলেজে অগ্রাধিকার ভিত্তিতে খন্ডকালীন চাকুরির নিয়োগপত্রও তুলে দেন উপাচার্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, দনিয়া কলেজের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ এমরান, বিদ্যুৎসাহী সদস্য ড. শেখ মনির উদ্দিন, ড. আল মোজাদ্দেদী আলফেছানী, মোঃ আবুল কালাম আজাদ এবং দনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুয়েলা জেবুননেসা খান।