মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া বাবার কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো.জসিম (২৭) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা মধ্যপাড়া গ্রামে।
শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে কাঠের আড়ার সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী জসিম একই এলাকার মো. ফিরোজ ও জোসনা বেগমের ছেলে। তার রাইসা (৪) নামের একটি কন্যা সন্তান আছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা জানা যায়, জসিম তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করছিলো। তবে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে, অভিমানে নিজ ঘরের কাঠের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
এলাকাবাসীর দাবি, সে মাদকাসক্ত ছিল এবং তার স্বভাব-চরিত্রও খুব একটা ভালো ছিল না।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।