বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম এয়ার৮-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে রপ্তানি অর্থায়নের সুযোগ বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে বিজিবিএ-এর সদস্যরা চলতি মূলধন ব্যবস্থাপনার উদ্ভাবনী সমাধান এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি বা গভীর ধারণা লাভ করতে পারবে, যা তাঁদের রপ্তানি কার্যক্রমকে আরও শক্তিশালী ও টেকসই করতে সহায়তা করবে।
রাজধানীর বিজিবিএ কার্যালয়ে ২৬ মে, সোমবার এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিজিবিএ-এর কার্যনির্বাহীর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবিএ ও এয়ার৮-এর যৌথভাবে বাংলাদেশের টেক্সটাইল খাত বিকাশে অঙ্গীকারবদ্ধ হয়। এয়ার৮-এর প্রযুক্তিনির্ভর সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিজিবিএ সদস্যরা সহজলভ্য অর্থায়ন ও চলতি মূলধন ব্যবস্থাপনা টুলস ব্যবহার করে টেক্সটাইল সাপ্লাই চেইনের বহুবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ে বিজিবিএ সভাপতি মো. মোফাজ্জল হোসেন পাবেল বলেন যে, “এয়ার৮-এর সঙ্গে বিজিবিএ অংশীদারিত্বে যেতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির মাধ্যমে আমাদের সদস্যরা উদ্ভাবনী আর্থিক সেবা এবং অতিরিক্ত মূল্য সংযোজন সুবিধা পাবে। অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নির্ভরযোগ্য অর্থায়ন এবং শিল্প বিশেষজ্ঞদের অন্তর্দৃষ্টি আমাদের প্রবৃদ্ধির জন্য অপরিহার্য।”
এয়ার৮ প্রেসিডেন্ট এলভিন হো বলেন যে, “টেক্সটাইল খাতে এসএমই রপ্তানিকারকদের জন্য প্রযুক্তিনির্ভর রপ্তানি অর্থায়নের গ্রহণযোগ্যতা বাড়িয়ে এই অংশীদারিত্ব শিল্পের জন্য একটি স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে সহায়ক হবে। এর মাধ্যমে রপ্তানিকারকরা আরও বেশি বৈশ্বিক বাণিজ্য বিষয়ক অন্তর্দৃষ্টি ও চলতি মূলধন সহায়তা পাবে, যা তাদের টেকসই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”
বিজিবিএ একটি স্বনিয়ন্ত্রিত অলাভজনক বাণিজ্যিক সংগঠন হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক (RMG) খাতের উন্নয়নে এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এয়ার৮-এর অভিজ্ঞতা ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে বিজিবিএ সদস্যরা আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে পারবে এবং বৈশ্বিক বাজারে তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবে। এই সহযোগিতার মাধ্যমে বিজিবিএ’র সদস্যদের সঙ্গে এয়ার৮-এর পারস্পরিক সমন্বয় বাংলাদেশে একটি আরও উদ্ভাবনী ও সহনশীল টেক্সটাইল শিল্প গঠনে সহায়ক হবে।