পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার ‘প্রকৃত ও গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইতালির রোমে শুক্রবার (২৫ মে) ইরান ও যুক্তরাষ্ট্রের পঞ্চম দফার পারমাণবিক আলোচনার পর এসব কথা বলেন তিনি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।
সংবাদমাধ্যমটির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলোচনা অব্যাহত রাখা খুব, খুব ভালো হয়েছে।’
তিনি বলেন, আমি মনে করি ইরানের ফ্রন্টে আমাদের কিছু ভালো খবর থাকতে পারে। এছাড়া ‘আগামী দুই দিনের মধ্যে’ একটি ঘোষণা আসতে পারে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফার আলোচনা করেছে। আগের দফার মতোই, আলোচনায় আলোচনাকারী প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ।
আলোচনার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার সন্ধ্যায় তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘রোমে পঞ্চম দফার পরোক্ষ ইরান-মার্কিন আলোচনা শেষ হয়েছে। এই দফার মধ্যে, ইরানের নীতিগত অবস্থানগুলো আবারো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আলোচনাগুলি শান্ত এবং পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ’
তিনি বলেন, ‘ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাধা মোকাবেলার জন্য সমাধান এবং আইডিয়া প্রস্তাব করেছিলেন, যার রূপরেখা এবং অক্ষগুলো এই রাউন্ডে পরীক্ষা করা হয়।’
মুখপাত্র আরও বলেন, ‘রাজধানীগুলোতে আরও পরীক্ষার পাশাপাশি ওমানের পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাবিত ধারণাগুলোর বিশদ বিবরণ নিয়ে কাজ চালিয়ে যাবেন এবং আরও অধ্যয়নের জন্য উভয় পক্ষকে সেগুলো সরবরাহ করবেন বলে একমত হয়েছেন। পরবর্তী রাউন্ডের আলোচনার তারিখ এবং স্থান পরে নির্ধারণ এবং ঘোষণা করা হবে।’