ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৫
logo
প্রকাশিত : মে ২১, ২০২৫

চীনা চিপস নিষিদ্ধ করেছে আমেরিকা, আইনি পথে জিনপিংয়ের দেশ

হুয়াওয়ের অ্যাসেন্ড এআই চিপসসহ উন্নত চীনা চিপস ব্যবহারের বিরুদ্ধে নিজের দেশের কোম্পানিগুলোকে সতর্ক করে নির্দেশিকা জারি করেছে আমেরিকা। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের (MOFCOM) একজন মুখপাত্র বুধবার বলেছেন যে, এই মার্কিন পদক্ষেপ একতরফা হুমকির পাশাপাশি সুরক্ষাবাদের একটি আদর্শ উদাহরণ। ওই মুখপাত্রের দাবি, মার্কিন পদক্ষেপ বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সেইসঙ্গে অন্যান্য দেশগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটিংয়ের মতো উন্নত প্রযুক্তি বিকাশের অধিকার থেকে বঞ্চিত করবে।

মুখপাত্র বলেন, চীনা কোম্পানিগুলোকে দমন ও নিয়ন্ত্রণে রাখার জন্য মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহারের দৃঢ় বিরোধিতা করে চীন এটিকে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের লঙ্ঘন বলে অভিহিত করেছে।তার মতে, এই পদক্ষেপ চীনা সংস্থাগুলোর বৈধ অধিকার এবং স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং চীনের উন্নয়ন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে।

চীনা মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে, মার্কিন নীতি চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক বিধিনিষেধ তৈরি করছে বলে সন্দেহ করা হচ্ছে। যে কোনও সংস্থা বা ব্যক্তি যারা এই ধরনের ব্যবস্থা কার্যকর করবে বা কার্যকর করতে সহায়তা করবে তাদের বিরুদ্ধে চীনের বিদেশি নিষেধাজ্ঞা বিরোধী আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হবে। সেইসঙ্গে তাদের সংশ্লিষ্ট আইনি দায়িত্ব বহন করতে হবে।

প্রযুক্তির উদ্ভাবন এবং উইন-উইন সহযোগিতাই বর্তমান বিশ্বের প্রবণতা বলে উল্লেখ করেছেন ওই মুখপাত্র। চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাদের ভুল অনুশীলন সংশোধন করার, আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য নিয়ম মেনে চলার এবং অন্যান্য দেশের প্রযুক্তিগত উন্নয়নের অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছে।

মুখপাত্র বলেন, চীন বাজার নীতির ভিত্তিতে প্রযুক্তি সহযোগিতা পরিচালনা, পারস্পরিক সুবিধা অর্জনে বিশ্বব্যাপী উদ্যোগগুলোকে সমর্থন করে।

তিনি আরও বলেন, চীন মার্কিন পদক্ষেপের বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে।

সূত্র : গ্লোবাল টাইমস

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram