ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:২৫
logo
প্রকাশিত : মে ২১, ২০২৫

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর শিক্ষার্থী সেজে কিছু দুষ্কৃতকারীর হামলার ঘটনা ঘটেছে। বুধবার  দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তিনি গাড়ি থেকে নামার সময় এ হামলা হয়।

স্নাতক (পাস) কোর্স ২০২২ সালের পরীক্ষার্থীদের একটি দল অটোপাসের দাবিতে হঠাৎ করে ভিসির গাড়ি ঘিরে ফেলে স্লোগান দিতে থাকে। সেই মুহূর্তে তাদের ভিড়ে লুকিয়ে থাকা কিছু উসকানিদাতা দুষ্কৃতকারী ভিসিকে ঘিরে ধরে শারীরিক আক্রমণের চেষ্টা করে। হামলায় ভিসি সামান্য আহত হন। নিরাপত্তা কর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, অটোপাসের দাবিতে এই ব্যাচের শিক্ষার্থীরা এর আগেও একাধিকবার বিশৃঙ্খলা করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করে, যাতে ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করে। করোনা মহামারী ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রেস নম্বরও দেয়া হয়েছে। খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেয়া হয়, যার ফলাফল চলতি মাসেই প্রকাশিত হবে।

তিনি জানান, এসব সত্ত্বেও বিভিন্ন মহলের উস্কানিতে কিছু অকৃতকার্য শিক্ষার্থী আবারও অটোপাসের দাবিতে আন্দোলনে নামে এবং এর সুযোগে দুষ্কৃতকারীরা এই ন্যাক্কারজনক হামলা চালায়।

 বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মাসুদ রানা আতাউর জানান, হামলার সময় তিনি নিজেও আহত হয়েছেন। আহতদের মধ্যে ভিসির একান্ত সচিব আমিনুল আক্তার-এর নামও তিনি উল্লেখ করেন। প্রক্টর আরও বলেন, "আন্দোলনরত ছাত্ররা হঠাৎ করে ভিসি স্যারকে ঘিরে ধরে। সেই সুযোগে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালায়।"

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, "কোনো অবস্থাতেই কোনো ব্যাচকে অটোপাস দেয়া হবে না। আমরা হামলাকারীদের শনাক্ত করেছি এবং গাজীপুরের গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram