জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: জুলাই আন্দোলনে হামলার ঘটনার নয় মাস পর প্রশ্নবিদ্ধ মামলার অভিযোগে বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মারজুক আব্দুল্লাহর পদ স্থগিত করা হয়েছে। এর আগে রোববার তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল।
বুধবার সংগঠনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ ও সদস্যসচিব এস এম ওহাহিদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় মারজুকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহ ২৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত প্রায় তিনশ’ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিক এবং জেলে ও কৃষকসহ অনেক নিরীহকে আসামি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মামলাটি নিয়ে নগরীতে ব্যাপক সমালোচনা হচ্ছে।
মারজুক আব্দুল্লাহ অবশ্য দাবি করেছেন, মামলার কোনো আসামির কাছ থেকে চাঁদা নেওয়ার ঘটনা সত্য নয়। তিনি মামলা করায় দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা তাকে বাহবা দিয়েছেন।