ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৫
logo
প্রকাশিত : এপ্রিল ১২, ২০২৫

আইবিডব্লিউএফ'র উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসারণে মতবিনিময় সভায় ইব্রাহিম চৌধুরী

রমজান আলী, সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.ইব্রাহিম চৌধুরী বলেছেন, উদ্যোক্তা হচ্ছে ব্যবসায়ীদের পথপ্রদর্শক। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন উদ্ভাবন বা প্রযুক্তিকে পণ্য বা সেবায় রূপান্তর করেন তিনি উদ্যোক্তা। ব্যবসায়ীদের উদ্দেশ্য মূলত মুনাফা অর্জন হলেও উদ্যোক্তারা কঠোর পরিশ্রম করে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে চমকে দেয় এবং মানুষ ও মানুষের জীবনকে উন্নত থেকে উন্নততর করে তোলে। এতে উদ্যোক্তাদের জীবনের সফলতা আসে। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তা হওয়ার বিকল্প নাই। 

তিনি (শনিবার) সকালে সাতকানিয়া উপজেলা আইবিডব্লিউএফ এর উদ্যোগে উপজেলার কেরানিহাটস্থ সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্সে উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসারণে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ইব্রাহিম চৌধুরী আরও বলেন, উদ্যোক্তা'রা টাইম ম্যানেজমেন্ট নিয়ে অত্যন্ত সচেতন। তাই ব্যবসা ও শিল্প কারখানা স্থাপন এবং উৎপাদন তাদের (উদ্যোক্তা) ছাড়া কল্পনা করা যায় না। উদ্যোক্তাদের সাধারণ মানুষ থেকে একটু ভিন্নভাবে ভাবতে হয়। তাদের বৈশিষ্ট্যও গতানুগতিক ধারার বাইরে হতে হবে। তাঁরা মেধাবী ও বুদ্ধিমত্তার অধিকারী, সততা ও ন্যায়পরায়ণ, ঝুঁকি গ্রহণের মানসিকতা, লিডারশিপ স্কিল, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, কমিউনিকেশন স্কিল, নমনীয়তা, সমন্বয় করার ক্ষমতা ও বিচক্ষণ হয়ে থাকে। পাশাপাশি উদ্ভাবনকে উৎসাহিত করে বিপণন ও বিক্রয়, নেটওয়ার্ক তৈরি এবং বাজারের পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারে। 

আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলা সভাপতি আবুল কালাম আযাদ এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আইবিডব্লিউএফ'র সেক্রেটারি সৈয়দ আবদুল কাইয়ুম ও উপজেলা উপদেষ্টা সাবেক ছাত্র নেতা তারেক হোসাইন। 

মতবিনিময় সভার উদ্বোধন করেন, আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলার সহ-সভাপতি আমান উল্লাহ। এ সংগঠনের সাতকানিয়া উপজেলার সেক্রেটারি দিদারুল আলম এর সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সেক্রেটারি এস এম কামারুজ্জামান, সিটি ইউনিটের সভাপতি মো.সরওয়ার কামাল, দক্ষিণ জেলার অর্থ সম্পাদক কাজী মো.জসিম উদ্দিন, সদস্য মো.ইব্রাহিম চেয়ারম্যান, উপজেলার সহ-সভাপতি নুরুল ইসলাম রাজা ভাই, সহ-সেক্রেটারি সাইফুদ্দিন মো.খালেদ ও প্রচার সম্পাদক মো.মহিউদ্দিন। 

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram