একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তোফায়েল আহাম্মেদ। দায়িত্ব পাওয়ার পরেরদিন আজ সোমবার বিকেলে সুনামগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, সুনামগঞ্জ একটি সুনামধন্য ঐতিহ্যবাহী জেলা। আমার প্রথম পদক্ষেপ হবে, চোরাচালান বন্ধ সহ মাদকমুক্ত করা। যারা মাদক ব্যবসা করে তাদেরকে আমার একটি বার্তা মাদক ছাড়তে হবে, না হয় সুনামগঞ্জ ছাড়তে হবে। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইনসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ পুলিশের কর্মকর্তারা।