পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় শিক্ষকদের উপর শ্রমিক দল নেতার হামলার ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৯ টার সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাথরঘাটা শাখার উদ্যোগে পাথরঘাটা গোলচত্বরে কয়েকশ শিক্ষকের উপস্থিতিতে এ মানববন্ধন পালিত হয়।
এ সময় দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন এবং তাদের দ্রুত গ্রেফতার না করা হলে পরবর্তীতে ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সদস্য সচিব নেছার উদ্দিন।
এর আগে শুক্রবার (২ মে) পাথরঘাটা উপজেলা পরিষদের সামনে প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ ফরাজী ও তার ভাইয়ের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
শিক্ষক সমিতির সদস্য সচিব নেছার উদ্দিন ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান অভিযোগ করেন, শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর। শিক্ষকদের প্রকাশ্যে মারধর করা এটা দুঃখজনক। দোষীদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতারসহ দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে পাথরঘাটাসহ সারাদেশের সকল শিক্ষক মাঠে নামবো।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিক্ষকদের ওপর হামলার সাথে সম্পৃক্ত একজনকে আটক করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।