রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ঠিকাদার আমজাদ হোসেন (৬০)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৯ মে) বেলা পৌনে ১২ টার দিকে শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আমজাদ হোসেন রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার মরহুম আবুল হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। আওয়ামীলীগ স্বৈরাচার আমলে জেলা আওয়ামীলীগের প্রথম সারির নেতা আমজাদ হোসেন স্বাধীন সাংবাদিকতায় বাঁধা দিতেন।
বিশেষ করে তিনি রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের খাল খননের কাজে ব্যাপক দুর্নীতি করেছেন। সে তথ্য সংগ্রহে সাংবাদিকদের সস্ত্রাসীভাবে বাঁধা দিতেন।