ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:১৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট প্রতিনিধি: ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ সমাবেশ সফল করতে লালমনিরহাটসহ পাঁচটি জেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে একটি সামাজিক আন্দোলন করে আসছে জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী সমন্বয়ক আসাদুল হাবিব দুলু।

এ উপলক্ষে একটি কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী লালমনিরহাট সহ রংপুরের পাঁচটি জেলার তিস্তা নদীর অববাহিকায় চর এলাকাগুলোর মানুষ ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ স্লোগানে মুখরিত হয়ে উঠবে। চলবে দুই দিনব্যাপী তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে লাগাতার অবস্থান।

এ বিষয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব বলেন, তিস্তা অববাহিকার রংপুর অঞ্চলের মানুষের জীবন–জীবিকার মূল চালিকা শক্তি তিস্তা নদী। এক সময়ের প্রমত্ত তিস্তাকে এ অঞ্চলের জীবন রেখা বলা হতো। কিন্তু তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণের কারণে তিস্তা নদী আজ শীর্ণ, স্থবির, একটি মৃতপ্রায় নদীতে পরিণত। বর্ষা ও খরা উভয় মৌসুমে তিস্তা এখন এ অঞ্চলের গণমানুষের মরণফাঁদ হয়ে উঠেছে। বর্ষাকালে ভারতের বাঁধ থেকে বিনা নোটিশে পানি ছাড়ায় তিস্তার দুকূল প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি, আবাদি ফসল মুহূর্তে নিশ্চিহ্ন করে, জনজীবন বিপন্ন করে তোলে। আবার খরার মৌসুমে তিস্তার পানি প্রবাহ প্রায় শূন্যের কোটায় নেমে আসে। ফলে তিস্তা নদীর দুইপাড়ের মাইলের পর মাইল এলাকা মরুভূমিতে পরিণত হয়ে চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে।

সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব আরো বলেন, তিস্তা একটি আন্তর্জাতিক নদী। কিন্তু এই তিস্তা অববাহিকার মানুষ দীর্ঘ দিন পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে চলছে রাজনৈতিক স্থবিরতা। তাই পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করে তিস্তা নদী অববাহিকার মানুষের দুর্বিষহ বিপন্ন অবস্থা থেকে মুক্তির দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টা তিস্তা নদীর পাড়ে অবস্থান কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা করছেন বৃহত্তর রংপুর বিভাগের লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম গাইবান্ধা রংপুরের লক্ষ লক্ষ মানুষ এই জনতার সমাবেশে অংশগ্রহণ করবে।

ইতিমধ্যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে লালমনিরহাট জেলাসহ রংপুরের পাঁচটি জেলা শহর সহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে। এই কর্মসূচিতে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি বিকালে অংশগ্রহণ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১৮ ফেব্রুয়ারি ভার্চুয়ালে অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram