হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান ছাত্ররা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাতীবান্ধার আয়োজনে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অবরোধ করে একটি পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন, গাজি সান্নিধ্যে, শ্রেষ্ঠ ও রিফাত ইসলাম।
এ সময় বক্তরা বলেন, সারাদেশে অপারেশন ডেভিল হান্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু হাতীবান্ধায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা চালায়। পুলিশ এদের গ্রেফতারের কোন পদক্ষেপ নেয়নি। আমরা অতি শীঘ্রই এইসব হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, যাদের নামে মামলা হয়েছে, তাদেরকে আটক করা হচ্ছে। তাদের অভিযোগ অসত্য।