পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ফেসবুকে ব্যর্থতার পোস্ট দিয়ে রাজশাহীর পুঠিয়ায় জয় ঘোষ (১৮) নামের এক যুবক তার নিজ বাড়ির শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ মে) রাতে ওই আত্মহত্যার ঘটনা ঘটে। জয়ের ফেসবুক আইডির পোস্ট গুলো দেখে মনে হচ্ছে সে কোন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল, মাঝখানে তাদের মধ্যে মনমালিন্যের কারণে ওই দুর্ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত জয় ঘোষ উপজেলার কৃষ্ণপুর ঘোষপাড়ার এলাকার বিপ্লব ঘোষের ছেলে।
অন্যদিকে নিহত জয় ঘোষের নামের ফেসবুক আইডি ঘুরে দেখা গেছে, সেখানে শুধু আবেগী পোস্ট করা। সর্বশেষ যে পোস্ট করে তাতে লেখা ছিল, আমাকে ছাড়া তুমি ভালোই থাকবা আমি সেটা ভালো করেই জানি ভালো থেকো আমার ভালো বাসার মানুষ তোমাকে অনেক ভালো বাসি যানি না কেনো আর তোমাকে নিয়ে বলার কিছুই নাই বলতে গেলে কম হয়ে যাবে যায় হোক ভালো থেকে তোমাকে ভুলতে না পারাটা হলো আমার ভালোবাসা, আর তোমার কথা ভেবে ভেবে কান্না করাটাই হলো তোমার প্রতি মায়া! আমার বুকের ভেতর যে চঞ্চল পাখিটা অনবরত ডানা ঝাপটাতো সে ম’রে গেছে! গুড বাই।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, বর্ণিত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন। উক্ত কারণেই আত্মহত্যা করতে পারেন মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।