ঢাকা
২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:২৩
logo
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৫

মোরেলগঞ্জে হাজারও ভক্তের ভালবাসায় সিক্ত হলেন তরুণ ফুটবলার মাসুম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: হাজারও ফুটবলার ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের তরুণ ফুটবলার মাসুম বিল্লাহ। শুক্রবার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজায় স্মৃতিচারণ করতে গিয়ে অঝোরে কাদলেন সহকর্মী, সহপাঠী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মোরেলগঞ্জ পৌর শহরের বারইখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা মহারাজ শেখের ছেলে মাসুম বিল্লাহ (১৯) সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি পেশায় দক্ষ তরুণ ফুটবলার। তার কর্মদক্ষতায় বিভিন্ন জেলা ও উপজেলায় ফুটবল খেলে একাধিক পুরস্কার পেয়েছেন বিভিন্ন সময়ে। তার অকাল মৃত্যুতে গোটা উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। ফুটবল প্রেমি ভক্তরা হারিয়েছে একজন দক্ষ খেলোয়াড়কে।

গত ২০ নভেম্বর বাগেরহাটে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়ে শরীরের ঘাড়ে স্পাইনাল কর্ড আঘাত পেয়ে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। ওখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পরে বৃহস্পতিবার দুপুর ১টায় আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। ওইদিন রাত ১১টায় মাসুম বিল্লাহর মরদেহ নিজ বাড়ি মোরেলগঞ্জে আনা হলে রাত থেকেই ফুটল প্রেমিকসহ বিভিন্ন মানুষ ছুটে আসেন একনজর তাকে দেখার জন্য।

তরুণ ফুটবলার মাসুম বিল্লাহ ১২ বছর বয়সে ফুটবল খেলায় একজন পারদর্শী হয়ে উঠে বিভিন্ন জেলা ও উপজেলায় ফুটবল খেলায় অংশ নেন। তিনি মিজান খান একাডেমির একজন সদস্য। দরিদ্র পরিবারে তার পিতা মহারাজ শেখ একদন দিনমজুর। পরিবারে একমাত্র ছেলে মাসুম বিল্লাহ পিতা মাতা ও ১ বোন রয়েছে।

শুক্রবার সকাল ১০টায় তার প্রথম জানাজা নামাজ আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, বাগেরহাট-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা জামায়েত ইসলামীর নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসদুজ্জামান মিলন, বিএনপি নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে দ্বিতীয় জানাজা অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram