

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম-৩ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উলিপুর উপজেলা শহরে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এসময় ব্যানার ফেস্টুন হাতে কয়েকশ নেতাকর্মী বিএনপি'র মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলামের মনোনয়ন বাতিল করে আব্দুল খালেককে মনোনয়ন দেয়ার দাবিতে স্লোগান দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনে জেলা বিএনপি'র সাবেক সভাপতি তাসভীর উল ইসলামকে মনোয়ন দেয় হয়। একই আসনে রংপুর বিভাগে দায়িতাবপ্রাপ্ত জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠিক সম্পাদক মো: আব্দুল খালেক বিএনপি মনোয়ন প্রত্যাশি প্রার্থী ছিলেন।
মনোনয়ন পুনর্বিবেচনা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানায় বিক্ষোভ কর্মসূচীতে আসা নেতাকর্মীরা। জনগণের মতামত, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সংগঠনের দীর্ঘমেয়াদি দলীয স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে তাসভীড় উল ইসলামের মনোনয়ন বাতিল করে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করতে কেন্দ্রীয় বিএনপি নেতাদের দৃষ্টি কামনা করেন তারা।

