ঢাকা
১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩২
logo
প্রকাশিত : অক্টোবর ৩১, ২০২৫

জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীদের আবাসস্থল 'নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী' হলে বিশেষ বৃত্তি, বইসহ ১৪টি আলাদা উদ্যোগ হাতে নিয়েছে ছাত্রদল।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো শাখা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচীর তালিকা নিম্নরূপ—

'০২ নভেম্বর ২০২৫, রবিবার Fitness Screening & Physiotherapy Camp; ০৪ নভেম্বর ২০১৫, মঙ্গলবার Freelancing and Digital Marketing: An Alternative Source of Income for JnU Students; ০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো। সৌন্দর্যবর্ধন ক্যাম্পেইন; ০৯ নভেম্বর ২০২৫, রবিবার মেধাবী সংবর্ধনা; ১০ নভেম্বর ২০২৫, সোমবার আলোচনা সভা। "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিকাশে গণমাধ্যমের দায়িত্বশীলতা; ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার Higher Studies in Abroad, Scholarship Opportunities and IELTS, TOEFL, GRE, SAT & GMAT Training Facilities; ১২ নভেম্বর ২০২৫, বুধবার Creating Awareness about Breast Cancer and its Consequences; ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার Inaugural of Medical Dispatch Booth & Blood Donation by JnU Students; ১৬ নভেম্বর ২০২৫, রবিবার চাই" Prize Giving Ceremony of the Campaign, "কেমন বিশ্ববিদ্যালয়'।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, '১৭ নভেম্বর ২০২৫, সোমবার "রম্য বিতর্ক প্রতিযোগীতা" ;১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার Job Fair, CV Writing. Soft Skills and Facing Job Interviews; ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার Indoor and Outdoor Games Competition; ২৩ নভেম্বর ২০২৫, রবিবার A Seminar on Navigating the Challenges of Industry 4.0. Artificial Intelligence, Big Data and Robotics"; ২৩ নভেম্বর ২০২৫, রবিবার A Seminar on Navigating the Challenges of Industry 4.0. Artificial Intelligence, Big Data and Robotics"; ২৪ নভেম্বর ২০২৫, সোমবার A Seminar on Branding Jagannath University: Collaborating with National and Multinational Companies and Other Stakeholders"; উপরোল্লিখিত, অনুষ্ঠান কর্মসূচী ছাড়াও আগামী ০৪ নভেম্বর ২০২৫ হতে প্রতিদিন দুপুর ১২টায় Surprise Quiz Completion চলমান থাকবে।

এছাড়া আলাদা আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে যা কিছু প্রদান করা হবে—

১. ৪টি বুক সেলফ প্রদান।
২. BCS এবং ইসলামিক বই প্রদান।

  1. Freedom বেলত প্রদান।
    ৪. প্রতি ফ্লোরে Fast Aid Box স্থাপন।
    ৫. প্লেট এবং পানির গ্লাস প্রদান।
    ৬. ইনডোর গেম আয়োজন।
    ৭. রম্য বিতর্ক প্রতিযোগীতা আয়োজন।
    ৮. কুইজ প্রতিযোগীতা আয়োজন।
    ৯. পাঁচতলায় পর্দা ও পাইপ প্রদান।
    ১০. রুমের সামনে ডাস্টবিন স্থাপন।
    ১১. জুতার শেফ প্রদান।
    ১২. Yoga mat প্রদান।
    ১৩. গরম ও ঠান্ডা পানির ফিল্টার প্রদান।
    ১৪. বিশেষ বৃত্তি প্রদান।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে। আমরা যতটুকু সম্ভব শিক্ষার্থীদের জন্য কল্যাণমুখী কাজ করতে চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আমাদের এ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজ। এটি জকসু কে সামনে রেখে কোনো কর্মসূচি নয়। এটি ছাত্রদলের ধারাবাহিক কাজের অংশ হিসেবে চলমান একটি প্রক্রিয়া। আগামীতে ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব এসব কর্মসূচি চলমান থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram