

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায়।
শুক্রবার (৩১ অক্টোবর) আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ জানান, আইন অনুষদের আওতাধীন দুটি বিভাগ ‘আইন বিভাগ’ ও ‘আইন ও ভূমি প্রশাসন বিভাগে’ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। লিখিত অংশের থেকে উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬০ জন ভর্তির সুযোগ পাবেন আইন অনুষদে।
এর আগে শুধু রাবির ইংরেজি বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হতো। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এবার নতুন করে যোগ হয়েছে আরো দুইটি বিভাগ। নতুন করে লিখিত পরীক্ষা শুরু হওয়া দুটি বিভাগই আইন অনুষদের অন্তর্গত এবং তাদের জন্য একটিই লিখিত পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), আর ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

