

মো: নাজমুল হোসেন ইমন, রিপোর্টার (ডিজিটাল): রাঙ্গামাটিগামী এম.এল মোস্তফা লঞ্চে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এক গর্ভধারিণী মা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। জানা যায়, হরিণা বাজার থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিরতিহীন লঞ্চে কিছু দূর যাওয়ার পরেই নবজাতকের জন্ম হয়। আলহামদুলিল্লাহ, মা ও নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ আছেন।
লঞ্চে উপস্থিত যাত্রীরা জানান, ঘটনাটি অত্যন্ত আনন্দদায়ক ও আবেগঘন ছিল। এক যাত্রী বলেন, “আমরা এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম। সবাই মিলে সাহায্য করেছি—এ যেন লঞ্চে উৎসবের মতো মুহূর্ত ছিল।
আরেকজন যাত্রী জানান, “লঞ্চের স্টাফরা খুব সহযোগিতামূলক আচরণ করেছেন, বিশেষ করে মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
এদিকে, মানবিক এ ঘটনার পর এম.এল মোস্তফা লঞ্চের মালিক ড. মো. সাজ্জাদ হায়দার বলেন, “আমার লঞ্চে এক নবজাতকের জন্ম হওয়া সত্যিই আশীর্বাদস্বরূপ। মা ও মেয়ে দুজনের সুস্থতা আমার জন্য আনন্দের খবর। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তারা আজীবন এম.এল মোস্তফা লঞ্চে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
ঘটনার পর লঞ্চের যাত্রী ও ক্রুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করে। মা ও নবজাতককে রাঙ্গামাটি পৌঁছে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা পরীক্ষার জন্য।

