

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান তাঁর বক্তৃতায় সবার আগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা বলেন।
তিনি বলেন, সরকার যেভাবে দিকনির্দেশনা দেবে, আমরা সেই আলোকেই নিয়মিত কর্মকাণ্ড পরিচালনা করব। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার চেষ্টা করব আমরা। পাশাপাশি জেলার পরিবেশ ও বাসযোগ্যতা উন্নয়নে কাজ করব।
জেলা প্রশাসক আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সমগ্র দেশেই নির্বাচন অগ্রাধিকার হয়ে যাবে। নির্বাচন কমিশন যেভাবে ঘোষণা দেবে আমরা সেভাবে চলবো।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক রফিকুল ইসলাম, মনোয়ার ইসলাম জুয়েল, হোসেন শাহনেওয়াজ, মোঃ জহুরুল ইসলাম, আব্দুল ওয়াহাব, আশরাফুল ইসলাম রঞ্জু, শহীদুল হোদা অলক, ডাবলু কুমার ঘোষ, গোলাম মোস্তফা মন্টু প্রমুখ।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বক) নকিব হোসেন তরফদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ সোলায়মান যোগদান করেন।

