বলিউড ভাইজান সালমান খান এবং ‘দাবাং’-এর পরিচালক অভিনব কাশ্যপের সম্পর্ক অনেক দিন ধরেই চরম টানাপোড়েনে রয়েছে। সম্প্রতি, ‘দাবাং’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ ফের সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, একজন অপরাধী ব্যক্তিকে কীভাবে ‘জওয়ান’-এর মতো দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হয়?
অভিনব কাশ্যপ বলেছেন, আমি সালমানের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছি, তবুও সে চুপ করে আছে। এর ফলে তার ভক্তদের কষ্ট হচ্ছে। সালমান তার জীবন এতটাই নষ্ট করেছে যে তাকে এখন আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয়। একজন ক্রিমিনাল কীভাবে ‘জওয়ান’-এর মতো চরিত্রে অভিনয় করবে?
এছাড়া, ‘দাবাং’-এর শুটিংয়ের সময় সালমান খানের সঙ্গে তার সম্পর্কের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা তুলে ধরে পরিচালক। তিনি বলেন, সালমান দাবাংয়ের সময় আমার কাছে সিনেমায় অভিনয়ের জন্য সুযোগ চেয়েছিল। আমি তাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু পরে সে আমাকে পেছনে ছুরি মেরেছে। এখন আমি সেই বিষয়ই খোলসা করছি।
বর্তমানে সালমান খান ‘ব্যাটেল অব গালওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত, যেখানে তিনি ভারতীয় সেনা কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন। ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষের পটভূমিতে নির্মিত হচ্ছে।
অভিনব কাশ্যপ বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের ভাই। তবে ভাইয়ের মতো সাফল্য তিনি পাননি। ২০১০ সালে মুক্তি পাওয়া দাবাং তার পরিচালিত প্রথম চলচ্চিত্র, যা ব্যাপক বাণিজ্যিক সাফল্য পায়। তবে পরবর্তীতে সালমান খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে, যা এখনও বহাল।