ঢাকা
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৭
logo
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫

বক্স অফিসে ‘কানতারা টু’ ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত এই সিনেমা। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায় এটি। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপির বেশি। শুধু বক্স অফিস নয়, ‘কানতারা’ সিনেমা দর্শকদেরও প্রশংসা কুড়ায়।

নির্মিত হয়েছে এই সিনেমার প্রিকুয়েল। সিনেমাটির প্রিকুয়েলের নাম রাখা হয়েছে ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’ বা ‘কানতারা টু’। হোম্বেল ফিল্মস প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য রচনা, পরিচালনা ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋষভ শেঠি। গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। বক্স অফিসও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৮৩৪ কোটি টাকার বেশি।

বলা হচ্ছে, ঋষভ শেঠি একাই ‘কানতারা টু’ সিনেমাকে টেনে নিয়েছেন। অন্য অভিনয়শিল্পীরাও দারুণ পারফর্ম করেছেন। ফলে তাদের পারিশ্রমিকের বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চলুন জেনে নিই, সিনেমাটির জন্য কে কত টাকা পারিশ্রমিক নিলেন।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কান্তারা’ সিনেমার চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা ও অভিনয়ও করেন ঋষভ শেঠি। সিনেমাটির জন্য প্রায় ৪ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। ‘কান্তারা টু’ সিনেমার জন্য নির্দিষ্ট কোনো বেতন নেননি ঋষভ শেঠি। সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্সের উপর নির্ভর করবে তার পারিশ্রমিক। অর্থাৎ, সিনেমাটি যত বেশি সাফল্য পাবে, তত বেশি পারিশ্রমিক পাবেন ঋষভ। তাছাড়া জানা গেছে, সিনেমাটির বাজেট ১২৫ কোটি রুপি হলেও, ঋষভ নিজেই নিজের অর্থ এই প্রকল্পে বিনিয়োগ করেছেন।

ঋষভ শেঠির পারিশ্রমিক পারফরম্যান্স-ভিত্তিক হলেও বাকি অভিনয়শিল্পীরা নির্ধারিত পরিমাণে পারিশ্রমিক পেয়েছেন। ‘কানতারা টু’ সিনেমায় রাজকুমারীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, রাজার চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া। তাছাড়া সপ্তমী গৌড়া, জয়রাম গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন। তারা প্রত্যেকে পেয়েছেন ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা) করে। বিশেষ করে রুক্মিণী তার শক্তিশালী উপস্থিতির জন্য আলোচনায় রয়েছেন। আর গুলশান দেবাইয়া ও জয়রাম তাদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে এই পিরিয়ড ড্রামায় দারুণ ভূমিকা রেখেছেন।
তথ্যসূত্র: সিয়াসাত ডটকম

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram